বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

বিশ্বকাপ সূচিতে আসছে বড় পরিবর্তন

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

নিরাপত্তাজনিত কারণে ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বদলে যেতে পারে, এ খবর আগেই জানা গেছে। এবার এটি নিশ্চিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। তবে শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, আরও কিছু ম্যাচের সূচিতে পরিবর্তন হবে বলেও জানিয়েছেন তিনি। খবর ক্রিকইনফোর।

শাহ অবশ্য জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচের দিন পাল্টালেও ওই ম্যাচ আহমেদাবাদেই হবে। ১৫ অক্টোবর নবরাত্রি উৎসব রয়েছে। সেই কারণেই ওই দিন ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা মুশকিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই অন্য কোনো দিন ওই ম্যাচ হতে পারে।

তিনটি দেশের ক্রিকেট বোর্ডের সূচি নিয়ে আপত্তি আছে। সে কথা তারা জানিয়েছে। সেই তিনটি দেশের ম্যাচের দিন বদলাতে পারে। তবে কোন তিনটি দেশ সূচি বদলের আবেদন জানিয়েছে, তা জানাননি বিসিসিআই সেক্রেটারি।

এদিকে বিশ্বকাপের ম্যাচের দিন বদল মুশকিলে ফেলতে পারে সমর্থকদের। কেননা ইতোমধ্যেই বিভিন্ন ম্যাচ দেখতে যাওয়ার জন্য হোটেল বুকিং করে ফেলেছেন দর্শকেরা। যাতায়াতের টিকিটও কেটে ফেলেছেন অনেকে। তাদের সমস্যা হতে পারে।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২০১১ সালের পর আবার দেশটিতে হবে আসরটি। কিছু দিন আগে সেই সূচি ঘোষণা হয়েছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas