রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন
রংপুর বিভাগীয় শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আনন্দ শোভা যাত্রা করেছে ঠাকুরগাঁও পৌরসভা। সোমবার বেলা ১২টায় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার নেতৃত্বে পৌরসভা কার্যালয় হতে আনন্দ শোভা যাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
পরে পৌর অডিটোরিয়ামের হল রুমে এক আলোচনা-সভা অনুষ্ঠিত হয় ।পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরী, সুদাম সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়াল, পৌর কর্মচারী সংসদের সভাপতি জি এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমুখ।