রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়েছে উঠেছে। মঙ্গলবার সকাল থেকেই উপকূলের বেশির ভাগ এলাকায় থেমে থেমে ভাড়ি বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও অনেকাংশেই বেড়েছে।
এদিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অধিদপ্তর। তাই পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এছাড়াও গভীর সমুদ্রে যাওয়া সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।