বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

ঘরোয়া ৩ উপায়ে আসবে না মশা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

মশার প্রজনন সবচেয়ে বেশি হয় এই বর্ষা মৌসুমে। এই সময় বাড়ে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ মশাবাহিত নানা রোগের প্রকোপ। কয়েল বা অ্যারোসলসহ কোনো কিছু ব্যবহার করেই কমানো যায় না মশার উপদ্রব।
এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে আছে চমৎকার ঘরোয়া উপায়।

যা অবলম্বন করলে ব্যবহার করতে হবে না কয়েল, অ্যারোসল বা কোনো ধরনের ক্রিম। এছাড়া বিশেষজ্ঞরাও বলছেন, কয়েল-ধূপ বা তরল ওষুধ দীর্ঘ ক্ষণ জ্বালিয়ে রাখা উচিত নয়। বিশেষ করে যদি ঘরে কোনো বাচ্চা থাকে। বাচ্চাদের ত্বকে রাসায়নিক দেওয়া ‘রেপেলেন্ট’ ক্রিমও মাখানো উচিত নয়।

চলুন জেনে নেয়া যাক মশার উপদ্রব থেকে বাঁচার তিনটি ঘরোয়া উপায়-

১. সিট্রোনেলা অয়েল
ভালো সংস্থার ফিনাইলে অন্যতম একটি উপাদান হলো সিট্রোনেলা অয়েল। দিনে দুই থেকে তিনবার ঘর মোছার পানিতে মিশিয়ে নিতে পারেন এই প্রাকৃতিক তেল। আবার গায়ে মাখার ক্রিমেও এই তেল কয়েক ফোঁটা মিশিয়ে মাখা যেতে পারে। শিশুদের ত্বকের জন্যেও তা নিরাপদ।

২. কর্পূর
কয়েল বা ধূপ সারাদিন না জ্বালাতে চাইলে ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যে টেবিলে বসে সারাদিন কাজ করছেন বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন, কিছুটা কাজ দেবে। এখন তো বিদ্যুৎ চালিত ‘বার্নার’ কিনতে পাওয়া যায়। সেখানেও কর্পূর রেখে দিতে পারেন।

৩. ইউক্যালিপটাস অয়েল
প্রচুর মশা তাড়ানোর স্প্রে’র মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। আমেরিকার ‘সিডিসি’ এটিকে মশার তাড়ানোর অন্যতম উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই এসেনশিয়াল অয়েল স্প্রে করা যেতে পারে। আবার গায়ে মাখার ক্রিমে কয়েক ফোঁটা এই তেল মিশিয়েও মাখতে পারেন। এতে অনেক ক্ষণ মশা দূরে থাকবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas