বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন
পটুয়াখালী কলাপাড়া পৌর শহরের কলেজ রোড নিবাসী বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক আলহাজ্ব মো. সুলতান মাহমুদ (৭৯) দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী জটিলত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সুলতান মাহমুদ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কলাপাড়া পৌরসভার প্রতিষ্টাতা প্রশাসক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা প্রুিতষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
মরহুমের প্রথম জানাযা নামাজ শনিবার সকাল ১০ টায় পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।