রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

কক্সবাজারের উখিয়া ও চকরিয়ায় পাহাড় ধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়ে ও চকরিয়ার বড়ইতলী এলাকায় দুইজনের মৃত্যু হয়।

জানা গেছে, বিকেল ৫টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এ পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আনোয়ারের স্ত্রী জান্নাত আরা (৩০) ও মেয়ে মাহিয়া (১২)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন. পাহাড় ধসের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধারে কাজ করছে। নিহতরা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে। টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

অন্যদিকে চকরিয়ার বড়ইতলী এলাকায় পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা মাটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ বলেন, চকরিয়ার বড়ইতলী এলাকায় ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ওই এলাকা দুর্গম হওয়ায় পুলিশের টিম যেতে সময় লাগছে।

বড়ইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান বলেন, টানা বৃষ্টির কারণে দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তারপরও আমরা খবর নিচ্ছি।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas