রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

বিশ্বকাপের দুই মাস আগে প্রধান নির্বাচকের কোটা পূরণ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হয়েছেন কিংবদন্তি ব্যাটার ও দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন ইনজামাম। এখন তিনি পিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য। তিন সদস্যের এই কমিটিতে আরও আছেন মোহাম্মদ হাফিজ ও মিসবাহ উল হক। তবে প্রধান নির্বাচক হওয়ায় ইনজামামকে এই কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে।

গত মাসে হারুন রশিদ পদত্যাগ করলে পদটি ফাঁকা থেকে যায়। সেখানেই ইনজামামকে বেছে নিয়েছে পিসিবি। নতুন করে দায়িত্ব পেয়ে ইনজামামের প্রথম কাজ হবে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করা। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে।

এশিয়া কাপের শেষ দিকে পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নেবেন মিকি আর্থার। এরপর আসন্ন বিশ্বকাপ ও বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকবেন প্রোটিয়া কোচ।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas