বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

পাকিস্তানের বোমা বিস্ফোরণে ৭ জন নিহত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পাকিস্তানের বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় একটি গাড়িকে লক্ষ্য করে ল্যান্ডমাইন বোমা বিস্ফোরণে একটি ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) চেয়ারম্যানসহ অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম, ওয়াজিদ, ফিদা হুসেন, সরফরাজ এবং হায়দার। তারা বালতাগর এবং পাঞ্জগুরের বাসিন্দা। নিহতদের মধ্যে চারজনের পরিচয় তাদের স্বজনরা একটি হাসপাতালে নিশ্চিত করেছেন।

সোমবার (৭ আগস্ট) রাতে বালগাটার ইউসি চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুব একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় তার গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ল্যান্ডমাইন বোমা স্থাপন করেছিল। গাড়িটি বলগাটার এলাকায় চাকর বাজারে পৌঁছানোর সাথে সাথে বোমাটি বিস্ফোরিত হয়।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইসহাক বালগাত্রির পিতা ইয়াকুব বালগাত্রি এবং তার ১০ জন সঙ্গীকে একই এলাকায় হত্যা করা হয়েছিল। নিষিদ্ধ বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) হামলার দায় স্বীকার করেছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas