রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

মহিপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর মহিপুর থানার  লতাচাপলী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কাজী আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ইউনিয়নে মুসল্লীয়াবাদ গ্রামে তাঁর নিজ বাড়িতে মৃত্যু হয়। শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গার্ড অফ অনার প্রদানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মহিপুর থানা পুলিশের নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসলাম। নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সাবেক পটুয়াখালী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু, কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার ফরাজীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা, লতাচাপলী ইউপি চেয়ারম্যান  মোঃ আনছার উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কাজীর মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগভীর  শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas