পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আবু তালেব মৃধার (৪০) লাশ এলাকায় এসে পৌছেচে। শুক্রবার সকালে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সহযোগিতায় তার লাশ নিজ বাড়ি চম্পাপুর ইউনিয়নের বিনাম কাটা গ্রামে এসে পৌছায়। পরে বেলা এগারোটার দিকে বৃষ্টি উপেক্ষা করে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বর্তমানে তার বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ। তবে মারা যাওয়ার ১৫ দিনের মধ্যে বিনা খরচে বাড়িতে লাশ এসে পৌছানোয় এলাকাবাসী ও স্বজনরা প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার রেখে যাওয়া দুই সন্তানের লেখাপড়ার জন্য সরকারের কাছে অনুদানের দাবি জানিয়েছেন স্বজনরা। উল্লেখ্য গত ২৬ জুলাই সৌদ আরবের রিয়াদে প্রাইভেটকার দুর্ঘটনায় আবু তালেবের মৃত্যু হয়।