পটুয়াখালীর কলাপাড়ায় হজ্জ যাত্রীদের যাতায়াতের ভোগান্তি লাগব ও টিকিট বুকিংসহ অন্যান্য সেবা হাতের নাগালে পৌঁছে দিতে প্রথমবারের মতো একটি ট্রাভেল এজেন্সী চালু হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব হল রুমে দেশের ঐতিহ্যবাহী হজ্জ এজেন্সী রিয়াদুল জান্নাহ হজ্জ ও ওমরা গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সী এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ’র গর্ভনর, রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ বেতার, টেলিভিশন, চ্যানেল আইসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল সমূহের মোফাচ্ছেরে কোরআন ড. মূফতি মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব’র সদস্য ও পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সী’র স্বত্বাধিকারী হাজী মো. এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রুপের পরিচালক মো. নিয়াজ মোর্শেদ সরকার, মাও. মো: মাহবুবুর রহমান, কলাপাড়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপল মাও. মো: নাসির উদ্দিন ও সৈয়দ নাসির উদ্দিন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাও. মাসুম বিল্লাহ রুমী।