পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ করে চোরের উৎপাত বেড়ে গেছে। পৌর শহরের মোবাইলের দোকান ও বাসাবাড়িতে একাধিকবার চুরি হয়েছে। বাদ যায়নি মসজিদের দান বাক্সের টাকা। সর্বশেষ রবিবার মধ্যরাতে থানা থেকে মাত্র কয়েক’শ গজ দূরে একটি ভাংগারির দোকানে চুরি ঘটনা ঘটে। নগদ অর্থসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এবিষয়ে ওই ভাংগারি ব্যবসায়ী কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে দিন দিন মাদক সেবীদের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এসকল চুরির ঘটনা বাড়ছে বলে মনে করছেন অনেকেই।
ভূক্তভোগী ভাংগারী ব্যবসায়ী অপু জানান, সোমবার সকালে দোকান খুলেই দেখি আমার দোকানের বেড়ার টিন কাটা এবং ক্যাশ বাক্সের তালা ভাংগা। দোকানের মালমাল এলোমেলো অবস্থায় রয়েছে। খোঁজ নিয়ে দেখি আমার দোকান থেকে পিতল, পোড়া তামা, লোহা ও নগদ অর্থসহ প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা চুরি হয়েছে। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।