বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

সুদানে সংঘর্ষে নিহত ২৫

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারা মিলিটারি গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮৩ জন।   সুদানের সেন্ট্রাল মেডিকেল কমিটি সিএনএনকে এই তথ্য জানিয়েছে।  এদিকে সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,  জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর সঙ্গে কোনো সমঝোতা কিংবা সংলাপ হবে না। প্যারা মিলিটারিকে ভেঙে দিতে হবে।  তাহলে সংলাপ হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল মোহাম্মদ হামদান দাগালো পলাতক অপরাধী।  নাগরিকদের আমরা তাদের সঙ্গে কোনো বোঝাপোড়া না করার আহ্বান জানাই। তার কিংবা তার বাহিনীর দেখা পেলে রিপোর্ট করতেও বলা হয়েছে। এদিকে সুদানের রাজধানী খার্তুমে রবিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas