বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কুয়াকাটা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারীর মৃত্যুতে মৃত্যু দাবী চেক হস্তান্তর

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ শাহজালাল (৪৭) মৃত্যুতে ভবিষ্যৎ তহবিলের (আনুতোষিক) ৮ লাখ ৩১ হাজার ৩৫৮ টাকার মৃত্যু চেক হস্তান্তর করেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। সোমবার বিকেলে মৃত্যু জালাল হাওলাদারের স্ত্রী মোসাম্মৎ ইসরাত জাহান লাভলীর হাতে মৃত্যু দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় তার পরিবারের সদস্যরা সাথে ছিলেন। এ সময় অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর সভার সচিব মোঃ হুমায়ূন কবির, প্রধান হিসাব রক্ষক মোঃ আনোয়ার হোসাইন গাজী, নিন্মমান সহকারী জয়দেব গয়ালী প্রমুখ।
কুয়াকাটা পৌরসভা সুত্রে জানাগেছে, কুয়াকাটা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ জালাল হাওলাদার স্ট্রোমাক ক্যানসারে ভুগছিলেন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ ইং সালের ২৪ জুলাই মারা যায়। পৌরসভার কর্মচারী বিধিমালা ১৯৮৮ মোতাবেক (ভবিষ্যত তহবিল এবং আনুতোষিক) থেকে এ মৃত্যু তহবিল চেক হস্তান্তর করা হয়।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas