বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা ছাত্রলীগ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় পটুয়াখালী জেলা ছাএলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জি এম জাফর কিরন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহানুর রহমান সুমন , জেলা ছাএলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার, হাসান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন লিটু, ওমর ফারুক মোহাম্মদ ইকবাল হোসেন ভুঁইয়া, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ খান, জেলা ছাএলীগের সহ-সভাপতি হৃদয় আশীষ , সহ-সভাপতি সব্যসচী খান, সহ-সভাপতি রিফাত হাসান, সাংগঠনিক সম্পাদক হান্নান সহ বিভিন্ন উপজেলার ছাত্র লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।