বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:০৫ পূর্বাহ্ন
আজ চাঁদে নামবে ভারতের চন্দ্রযান-৩। এর মধ্য দিয়ে রচিত হতে যাচ্ছে বিরল এক ইতিহাস। চাইলে আপনিও হতে পারেন বিরল এই ইতিহাসের সাক্ষী। নিজ চোখে সরাসরি দেখতে পারেন চাঁদের বুকে চন্দ্রযান নামার অভূতপূর্ব দৃশ্য।
চলতি বছরের ১৪ জুলাই ভারতের মাটি থেকে চাঁদের দিকে রওনা দেয় চন্দ্রযান-৩। চাঁদে পৌঁছানোর পথে পৃথিবীর কক্ষ ত্যাগ এবং চাঁদের কক্ষে প্রবেশের মুহূর্ত ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ যা খুব সহজেই করে ফেলেছে চন্দ্রযান। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় ছিল মূল চন্দ্রযান থেকে চাঁদে যেটি পা রাখবে লেই ল্যান্ডার বিক্রমের আলাদা হওয়া। সেটাও সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। এরপর থেকে চাঁদের দিকে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ল্যান্ডার বিক্রম। আজ সেটি চাঁদের বুকে পা রাখবে।
এর আগে চন্দ্রযান-২ এর ল্যান্ডার চাঁদের মাটির খুব কাছে পৌঁছেও শেষ মুহুর্তে ভেঙে গিয়েছিল। এবার সব দিক সামলেই এগাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারত। বিরল সেই মুহূর্ত বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিয়েছে ইসরো। সাধারণ মানুষ কোথায় কখন কীভাবে সরাসরি এই বিরল মুহূর্তের সাক্ষী হতে পারবে তা জানিয়ে দেয়া হয়েছে ইসরোর পক্ষ থেকে।
আজ ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার বিক্রম। বিরল সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করবে ভারতের ডিডি ন্যাশনাল টিভি চ্যানেল। এছাড়া ইসরোর ওয়েবসাইটে (https://www.isro.gov.in/) প্রবেশ করেও সরাসরি এই দৃশ্য দেখা যাবে। ফেসবুক (https://www.facebook.com/ISRO/) এবং ইউটিউবেও (https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss) দেখা যাবে। কাজেই ঘরে বসে টিভির পর্দায় আর ঘরের বাইরে থাকলে ইন্টারনেটের মাধ্যমে যে কেউ যে কোনও জায়গা থেকে বিরল এই দৃশ্যের সাক্ষী হতে পারবেন।