রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

জেলের জালে ধরা পড়লো ১শ ৭০মন ইলিশ

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে আবুল খায়ের (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১শ’৭০ মন ইলিশ। শনিবার শেষ বিকালে এসব মাছ মহিপুরের মিথুন এন্টার প্রাইজ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে এসব মাছ ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। এ মৌসুমে এই জেলের জালে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

মিথুন এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মিথুন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে লক্ষীপুর থেকে এফবি রিভার মেড নামের একটি ট্রলারে ১৭ জন জেলেসহ মাঝি আবুল খায়ের সাগরে যায়। গভীর সাগরে দিনে দু’বার করে জাল ফেলার পর তার জালে ১৭০ মন ইলিশ ধরা পরে। পরে শনিবার শেষ বিকালে তিনি এসব ইলিশ আমাদের আড়তে নিয়ে আসেন। মাছ আড়তে নামানোর পর পরই তিনি ফের জেলেদের নিয়ে গভীর চলে যান। পরে আমরা এসব মাছ ৪৮ হাজার করে ১ মন, ৪২ হাজার করে ৫৭ মন, ৩৩ হাজার করে ৬৮ মন, ২৭ হাজার করে ৯ মন ও ১৫ হাজার করে ৩৫ মন মাছ নিলামের মাধ্যমে বিক্রি করি। গত দুই বছরের মধ্যে আমার আড়তে এই জেলেই গতকাল সবচেয়ে বেশি ইলিশ নিয়ে এসেছেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এবছর জেলে আবুল খায়ের সবেচেয় বেশি পরিমান ইলিশ পেয়েছেন। আমরা আশা করছি আবহাওয়া অনুকুলে অন্যান্য জেলের জালেও বড় সাইজের বেশি পরিমান ইলিশ ধরা পড়বে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas