সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় জানাজা নামাজ শেষে জাহিদের দাফন সম্পন্ন হয়েছে। খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মঙ্গলবার বেলা ১১ টায় মরহুমের জানাজা শেষে দাফন করা হয়। উল্লেখ্য, কলাপাড়া পৌর শহরের উকিলপট্রি এলাকার আঃ করিম হাওলাদারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ পরে। তার পরিবারের লোকজন কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে, তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করেন কর্মরত চিকিৎসক। রাত আনুমানিক সাড়ে ৩ টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।