রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কুয়াকাটায় নদ-নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা এর নদ-নদী ও পরিবেশ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ, প্রেসক্লাব, নদী পরিব্রাজক দল কুয়াকাটা, আমরা কলাপাড়াবাসী ও জাতীয় নদী জোট এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমস সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ওয়াটার্স কিপার্স বাংলাদেশের সভাপতি সুলতানা কামাল।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর সমন্বয়ক শরীফ জামিল, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন, সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা ট্যূরিষ্ট পুলিশের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু ও খুলনা থেকে আসা কুয়াকাটায় আসা পর্যটক ইয়াদ হোসেন প্রমূখ।
কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাপাড়া পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু’র সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশকর্মী, সংবাদকর্মী,  স্বেচ্ছাসেবক, পর্যটক, শিক্ষক ও কুয়াকাটার হোটেল-মোটেল এসোসিয়েশনের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন এলাকার দখল দূষণে থাকা খাল উদ্ধার ও মরে যাওয়া খাল খনন করাসহ পর্যটন কেন্দ্রের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা ও এলাকার সংশ্লিষ্ট পরিবেশ বিপর্যয়ের কারন ও পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas