রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কুয়াকাটায় প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা

নাজমুস সাকিব, কলাপাড়া >>

পটুয়াখালীর কুয়াকাটায় প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে কুয়াকাটা পর্যটন হলিডে হোমসে বৃহস্পতিবার দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচক ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর কো-অর্ডিনেটর শরীফ জামিল, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর গবেষণা কর্মকর্তা মোঃ ইকবাল ফারুক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কলাপাড়ার সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু। কর্মশালায় অংশগ্রহন করেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, বাঁচাও পরিবেশ এর সমন্বয়ক আল ইমরান, কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুজন মৃধা, সাংবাদিক ছগির হোসেন প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা পরিবেশ বিপর্যয় ও উত্তরণের উপায় নিয়ে গ্রুপ ওয়ার্কিং ও প্রেজেন্টেশনে অংশ নেন। এতে পাহাড় কাটা, বনাঞ্চল নিধন, বালি উত্তোলন, ইট ভাটা, নদ-নদী, সমুদ্র দূষণ ও দখল, ছড়া ও ভরাট খালে স্থাপনা নির্মাণ সহ সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের নানা চিত্র উঠে আসে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas