রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কুয়াকাটা সৈকতে হাজারো পর্যটকের ভীড়

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা। সাপ্তাহিক দুই দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে এসব পর্যটক। পর্যটকের বাড়তি নিরাপত্তার জন্য তৎপর রয়েছে প্রশাসন। কুয়াকাটায় পর্যটকদের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে, তিন নদীর মোহনা, ঝাউবন, শুটকী পল্লী, গঙ্গামতী ও লাল কাকড়ার চড়ে। পর্যটকদের এমন বাড়তি উপস্থিতিতে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এমনটি মনে করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে খাবার হোটেল ও আবাসিক হোটেলে। বেঞ্চি ব্যবসায়ীক শামুম জানান,বর্ষা মৌমুসে এসপ্তাহে প্রচুর পর্যটক বেড়েছে। ঢাকা থেকে আসা পর্যটক মোঃ হাসান জানান, কুয়াকাটায় এর আগে কয়েকবার এসেছি। কুয়াকাটা বেড়াতে আমার ভালো লাগে। আর এক পর্যটক রমিজ জানান, কুয়াকাটা খুব সুন্দর। কুয়াকাটায় এখনই মাষ্টার প্লান অনুযায়ী কাজ শুরু করা দরকার।
হোটেল-মোটেল ওনার এসোসিয়েশনের সাধারণত সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, এ বর্ষায় আজকে ভাল পর্যটক হয়েছে। ভাঙ্গা-কুয়াকাটা ফোরলেনের কাজ হলে আরো পর্যটক ভারবে। কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, আমরা পর্যটকের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas