রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ অপরাহ্ন
কলাপাড়ায় একই পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে আয়েশা (৯) ও খাদিজা (৮) নামের দুই শিশু কন্যার। এরা পরষ্পর চাচাতো বোন। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে রবিবার বিকেলে এই বিয়োগান্তক ঘটনাটি ঘটেছে। আয়েশা ওই গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে এবং খাদিজার বাবার নাম জুয়েল শিকদার। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া বইছে।
পরিবার ও স্থানীয় সূত্রের ধারনা, তাঁরা দু’জনে একই সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। কাউকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন পুকুরে নেমে খুঁজতে থাকেন। এক পর্যায়ে জাল দিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খান জানান, ঘটনাস্থলে একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে।