রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

মহিপুরে ২৪ ঘন্টার মাথায় ১০লক্ষ টাকাসহ আসামি গ্রেফতার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যাওয়া পাইকার নিলয় পারভেজ বাবলু কে মামলা দায়ের এর ২৪ ঘন্টার মাথায় গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার সকাল ১০টায় ১০ লক্ষ ৫০ হাজার নগদ টাকা সহ ঢাকার ফার্মগেটের  সুকতারা  আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানার এসআই রাসেল সরদারের নেতৃত্বাধীন থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ী বাবলু সাতক্ষীরার কলরোয়ার আবজাল হোসেনের ছেলে।
এর আগে মহিপুর মৎস্য বন্দর থেকে মাছ ১৬ জন আড়ত মালিকদের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যায় বাবলু। পরে স্থানীয় আড়ত মালিক মিজান প্যাদা বাদি হয়ে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং-এ মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:ফেরদৌস আলম খাঁন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমন্বয়ে তার গতিবিধি এবং অবস্থা সনাক্ত করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি বাবলু এখানকার ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল বিমল কৃষ্ণ উপস্থিত ছিলেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas