রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়ায় নারগিস বেগম নামের (২৩) এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজিবের (৩০) বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারগিস ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
আনোয়ার হোসেন জানান, রাজিব নেশাগ্রস্থ ছিলেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নারগিসকে রাজিব বেশ কয়েকবার চাপ প্রয়োগ করে আসছিলো। পরে পিতা আনোয়ার হোসেন রাজিবকে দুই লাখ টাকা যৌতুক দেন। এরপরও রাজিব ক্ষ্যান্ত না হয়ে তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas