পটুয়াখালীর কলাপাড়ায় জনসম্পৃক্তকরন ও সামাজিক ও আচরন পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন সভা কক্ষে ইউনিসেফ এর সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ডাক্তার,শিক্ষক,কাজী ও গনমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের রিসোর্স পারসোন ও পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো.জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
তাসলিমা আখতার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সামাজিক ও আচরন পরির্বতন কর্মকর্তা ফরিদ আলম,কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির,সাবেক সভাপতি মেজবা উদ্দিন মান্নু, প্রযেক্ট অফিসার পলাশ মোড়ল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিন। বক্তারা, শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ সহ) প্রতিরোধের জন্য
সামাজিক ও আচরন পরিবর্তন নিয়ে আলোচনা করেন।