বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন
গৃহবধূ নার্গিস হত্যা মামলার প্রধান আসামি স্বামী মো. রাজিবকে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে আমতলী উপজেলার মহিষকাটা গ্রাাম থেকে সোমবার রাতে রাজিব কে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার রাতে লেমুপাড়া গ্রামের নিজ বসত ঘরে গৃহবধূ এক সন্তানের মা নার্গিসকে শ্বাসরোধে হত্যা করে গা ঢাকা দেয় রাজিব। এ ঘটনার পরের দিন নিহত নার্গিসের বাবা মোঃ আনোয়ার হোসেন বেপারী কলাপাড়া থানায় রাজিবসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ জানান, রাজিব প্রাথমিকভাবে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে, মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।