রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

১১৮ কোটি টাকায় বাড়ি কিনলেন মেসি

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

গত জুলাইয়ে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই মনের মতো বাড়ি খুঁজছিলেন তিনি। অবশেষে কাঙ্খিত সেই বাড়িটি খুঁজে পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামের কাছেই অবস্থিত ফোর্ট লডারডেলে একটি বাড়ি খুঁজে পেয়েছেন মেসি। যার মূল্য ১০.৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১৮ কোটি টাকার বেশি)।

গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে নির্মিত বাড়িটির ডিজাইন করেছিলেন বিখ্যাত ডিজাইনার লোরি মরিস। ফ্লোরিডা ডিজাইন ম্যাগাজিনেও জায়গা করে নিয়েছিল বাড়িটির ছবি।

ফোর্ট লডারডেলের অভিজাত এলাকা বে কলোনির গেটেড কমিউনিটিতে অবস্থান মেসির নতুন বাড়ির, যার বাড়িটির আয়তন ১০ হাজার ৫০ বর্গফুট। বাড়িতে রয়েছে ১০ শয়নকক্ষ, ৯টি বাথরুম, একটি সুইমিংপুল, প্রশস্ত রান্নাঘর, তিনটি গাড়ি রাখার গ্যারেজ এবং দুইটি ঘাট। বাড়ির চারপাশে রয়েছে লেক, যেখানে রয়েছে ১৭০ ফুট ওয়াটারফ্রন্ট। বাড়ির ভেতরে একটি জিম ও স্পা, এন্টারটেইনিং লাউঞ্জ, হোম অফিস এবং ১৬৬ বর্গফুটের বিশাল বেডরুম।

ইন্টার মায়ামিতে নাম লেখানোর আগে পরিবার নিয়ে ফ্লোরিডায় ছুটি কাটাতে যেতেন মেসি। ২০১৯ সালে ৯০ লাখ ডলার (৯৮ কোটি টাকা) খরচ করে সেখানে একটি বাড়ি আগেই কিনে রেখেছিলেন তিনি। কিন্তু ৬০ তলার পোরশে ডিজাইন টাওয়ারে অবস্থিত বাড়িটি ইন্টার মায়ামির মাঠ থেকে ২৫ মিনিট দূরত্বে অবস্থিত। তবে যানজটের কারণে সেখানে না থাকার সিদ্ধান্ত নেন মেসি। বে কলোনির নতুন বাড়িটি থেকে গাড়িতে করে স্টেডিয়ামে যেতে তার লাগবে মাত্র ১৫ মিনিট।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas