রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন
জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান আর নেই। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৬টায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।
তিনি জানান, অনেকদিন ধরে স্নায়বিক সমস্যায় ভুগছিলেন সোহানুর রহমান সোহান৷ আজ বুধবার তার শারীরিক অবস্থার পরিণতি ঘটলে তাকে হাসপাতালে নেয়া হয়৷ পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে গতকাল রাতে মারা গেছেন সোহানুর রহমান সোহানের স্ত্রী। কয়েক ঘণ্টার ব্যবধানে এ নির্মাতা ও তার স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গনে।
রোমান্টিক সিনেমার নির্মাতা হিসেবে বিশেষভাবে পরিচিত সোহানুর রহমান সোহান তার কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে সালমান শাহ ও মৌসুমীকে সিনেমায় নিয়ে আসেন।
শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমারও পরিচালক তিনি৷ এছাড়াও তিনি নির্মাণ করেছেন বেনাম বাদশাহ, স্বজন, আমার ঘর আমার বেহেশতের মতো জনপ্রিয় ও সুপারহিট সিনেমা।