রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় বিরল প্রজাতির দুটি শাপলাপাতা মাছ জব্দ

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুরে বিরল প্রজাতির দুটি শাপলাপাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড। এ মাছ দুটির ওহন ৫০০ কেজি।বৃহস্পতিবার দুপুরে শেখ জামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে সুগন্ধা পরিবহন থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে মহিপুর বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে এসব মাছ নিজামপুর কোষ্টগার্ড স্টেশনে মাটিচাপা দিয়ে পুতে ফেলা হয়।
নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ন বেআইনি।
যে সকল অসাধু জেলেরা এসব মাছ ধরে তাদেরকে খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas