বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে ডা: ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার হোসেনপুর মোল্লাবাড়ি মসজিদ মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় দুইশত জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডাক্তার দীপক কুমার সাহা ও ডাক্তার নুসরাত জাহান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় ডা: ফজলুর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু জাফর খান বলেন, প্রয়াত ডাক্তার ফজলুর রহমানের উদ্যোগে এই ফাউন্ডেশনটি গঠন করা হয়। আমরা প্রাথমিকভাবে আজ ২০০ জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করছি। আগামীতে আই ক্যাম্প সহ বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্পিং করার ইচ্ছা আছে। এছাড়াও তিনি বলেন আমাদের জেলায় মহাসড়ক থাকায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগামীতে একটি কুইক রেস্পন্স ও মেডিকেল টিম গঠন করা হবে যাতে করে তারা দুর্ঘটনাস্থলে গিয়ে রোগীদের তাৎক্ষণিক সেবা দিতে পারে।
এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আলিমূল আহসান, ফরিদুল ইসলাম সোহাগ, ইডিপির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।