রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

রাঙ্গাবালীতে ‘গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে’ উদযাপন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি >>

“আমাদেরকে অবশ্যই জীবাশ্ম জ্বালানীর যুগ শেষ করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব জলবায়ু দিবস। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন ক্ষয়ক্ষতির দাবী পূরনসহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে এ্যম্বেসী অব সুইডেন এর অর্থায়নে এমজেএফ এর সহযোগিতায় বিশ্ব জলবায়ু দিবসটি পালন করেছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক )। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার আগুনমুখার নদীর তীরে মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর প্রকল্প সমন্বয়কারী মো. মোহসীন তালুকদার এবং বেসরকারী উন্নয়ন সংস্থা জাগোনারী’র সিনিয়র প্রজেক্ট অফিসার ভূইয়া মো. ফরিদ উদ্দিন। এসময় বক্তারা বলেন- জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, আর সেই সাথে বিপন্ন হচ্ছে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের জানার পরিধি বাড়ানো ও জলবায়ু সংশ্লিষ্ট তথ্যের অবাধ প্রচারণার কোনো বিকল্প নেই। তবে মুশকিল হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা বা তথ্য প্রচারের ক্ষেত্রে কারিগরি ভাষা ব্যবহৃত হয় ফলে বিষয়টি সাধারণ মানুষ সহজে বুঝতে পারেনা ফলে আগ্রহ হারিয়ে ফেলে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ সাধারণ জনগণ সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারলে যা তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে আমরা মনে করি। তাই এখন সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও । সকলকে আহব্বান জানাচ্ছি-‘‘জলবায়ু আন্দোলনে অবদান রাখুন, জীবাশ্ম জ্বালানীর অবসান করুন।”
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর প্রজেক্ট অফিসার কানিজ সুলতানা, প্রজেক্ট ফ্যাসিলিটেটর সালমা খান, প্রজেক্ট ফ্যাসিলিটেটর জাফর, রাঙ্গাবালী প্রেসক্লাবের সহ- সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক এম সোহেল, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মাহমুদ হাসান, বার্তা বাজার প্রতিনিধি মাহমুদুল্লাহ সাব্বিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পরিস্থিতি মোকাবেলায় ২০১৫ সালে বিশ্ব নেতৃবৃন্দ প্যারিস চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনতে প্রতিশ্রতিবদ্ধ হয়। আর এই লক্ষ্য বাস্তবায়নে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্য ধরে রাখতে প্রয়োজনীয় ‘প্রচেষ্টা’ চালিয়ে যেতে সচেষ্ট হবে। বিশ্বের তাপমাত্রা মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবার অর্থ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে দৃশ্যমান প্রভাবের মাত্রা বহুগুনে বেড়ে যাবে। এমনকি চলমান পরিস্থিতি তার সব ধরনের বিপদসীমাকে অতিক্রম করবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas