রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ন
জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটায় মানববন্ধন হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেসক্লাব, আমরা কলাপাড়াবাসী, হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন কুয়াকাটা ও নদী পরিব্রাজক দল কুয়াকাটা এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, পরিবেশ কর্মী কামাল হাসান রনি প্রমুখ। বক্তারা জীবাশ্ম জ্বালানির নেতিবাচক প্রভাবের বিষয় উল্লেখ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। সবুজায়ন প্রক্রিয়া বৃদ্ধির আবেদন জানান। জলবায়ূও পরিবর্তনজনিত কারণে পানির উচ্চতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা কলাপাড়ার উপকূলের সবুজ দেয়ালখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবি করেন। ‘গ্লোবাল ডে অব অ্যাকশন এন্ড ফসিল ফুয়েলস ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।