রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় দুটি অজগর উদ্ধারের পরে অবমুক্ত

আসাদুজ্জামান মিরাজ, কলাপাড়া >>

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ফুট দৈর্ঘ্যরে দু’টি বার্মিজ পাইথন অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার স্বেচ্ছাসেবকরা। শনিবার লেম্বুরবন এলাকায় বনবিভাগের সহায়তায় সাপদুটিকে অবমুক্ত করে তাঁরা।
এরআগে গত দুইদিন আগে কলাপাড়া পৌর শহরে কয়েকজন বেদে সম্প্রদায়ের লোকেরা দোকানদারদের কাছে এই সাপের ভয় দেখিয়ে টাকা দাবি করে এবং চাঁদাবাজি করাকালীন সময়ে সাপদুটিকে উদ্ধার করা হয়।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, গত দুই তিন দিন আগে আমরা কলাপাড়া পৌরসহর থেকে এই সাপ দুটিকে উদ্ধার করি। স্থানীয় দোকানদাররা আমাদেরকে ফোন করেন এবং বলেন যে এখানে বেদে সম্প্রদায়ের কিছু মানুষ সাপের ভয় দেখিয়ে টাকা চাচ্ছে। পরে আমরা বন বিভাগের সবাইকে তাদেরকে আটক করে সবগুলো উদ্ধার করি।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অ্যানিমেল লাভার্স দীর্ঘদিন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। তাঁরা প্রশংসা কুড়ানোর মতো অনেক কাজ করছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas