রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সহোদর ভাই বোনের মৃত্যু

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সম্পদ রায় (৫) ও মহারানী রায় (৩) নামে সহোদর ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১২ টার সময় সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সম্পদ রায় ও মহারানী রায় চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র রায় এর সন্তান বলে তথ্য পাওয়া যায়।

সুত্র জানায়, শনিবার সকালে বাড়ির পাশ্ববর্তী মাঠে কাজ করতে যায় দয়াল চন্দ্র রায়। এ সময় তার সাথে ওই দুই শিশুও যায় । দুপুরে বেশ কিছু সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে সন্দেহ হলে আশ পাশের এলাকায় শিশু দুটিকে অনেক খোজাখুজির পরও না পেয়ে উল্লেখিত পুকুরে গিয়ে খোজাখুজি করে পরিবারের লোকজন ও এলাকাবাসী। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই পুকুর থেকেই শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরিবারিকভাবে অভিযোগ না থাকায় শিশু দুটির সৎকারের জন্য পরিবারটিকে অনুমতি প্রদান করে মরদেহ হস্তান্তর করা হয়।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas