Sujan Mridha
- ১৯ সেপ্টেম্বর, ২০২৩ / ৩৪২ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর কলাপাড়ায় ওয়াস উদ্যোক্তাদের সাথে এম এফ আই ও ব্যাংকের সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া ওয়াস সমবায় সমিতির উদ্যোগে কলাপাড়া ব্যবসায়ী সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া ওয়াস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার সংরক্ষিত আসন (১,২,৩) কাউন্সিলর মনোয়ারা বেগম। এসময় উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, বিউটি বেগম, ছালমা খাতুন । সভা পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর টাউন কো অডিনেটর ( বরগুনা ও কলাপাড়া) মোঃ শরিফুল ইসলাম খান। সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মার্কেট ডেভেলপমেন্ট অফিসার-হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া শাখার মোঃ জান্নাতুল নাঈম। এছাড়া কলাপাড়া শাখার ব্যাংক ও মাইক্রোক্রেডিট সংস্থা থেকে উপস্থিত ছিলেন মো: মিজানুর রহমান (রূপালি ব্যাংক), মো: বাকির হোসেন (মার্কেন্টাইল ব্যাংক), মৃণাল কান্তি মিত্র (আইএফআইসি), মো: জাহিদুল ইসলাম (ন্যাশনাল ব্যাংক), মো: জাকির হোসেন (টিএমএসএস) প্রমুখ। সভায় এইচপির ওয়াশ এসডিজি প্রকল্প ,গৃহ-পর্যায়ে স্যানিটেশন লোন বাড়ানোর পরিকল্পনা, উদ্যোক্তাদের লোন বাড়ানো ও সহজ শর্তে লোন পাওয়ার বিষয়ে আলোচনা হয়। এসময় ওয়াশ কনজুমার গ্রুপ প্রতিনিধি উপস্থিত ছিলেন ।
সভায় ওয়াস উদ্যোক্তারা যাতে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এম এফ আই ও ব্যাংক থেকে সহজ শর্তে লোন গ্রহন করতে পারে সে বিষয়ে উন্মুক্ত আলোচনাসহ উদ্যোক্তাদের জন্য এম এফ আই ও ব্যাংকের কি কি লোনের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।