রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

সিরিজে লিড নিউজিল্যান্ডের

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

দলের রান তখনও ১০০ হয়নি। তামিম ইকবাল ফিরে এলেন ৪৪ রান করে। শেষ আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। একপ্রান্ত আঁকড়ে রেখে লড়ছিলেন। তার নিজের জন্যও বড় একটা ইনিংস প্রয়োজন ছিল। নিজের ইনিংসটা খুব বড় করতে পারেননি। আউট হয়েছেন ৭৬ বলে ৪৯ রান তুলে। তবে তার সেই রানই এই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ। এবং সম্ভবত তার এই ৪৯ রানের ইনিংসই জানিয়ে দিল ব্যাটিংয়ের এই পজিশনে এখনও মাহমুদউল্লাহ রিয়াদই সেরা অস্ত্র। বাকি যাদের খেলানো হয়েছিল সেই অস্ত্র থেকেও যে ‘রান’ বের হয়নি!

মাহমুদউল্লাহ রিয়াদ ৪৯ রানে আউট হওয়ার পর এই ম্যাচের অপেক্ষা ছিল একটাই, কত রানে হারছে বাংলাদেশ। সেই কৌতূহল মিটতে অবশ্য বেশি সময় লাগল না, ১৬৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। নিউজিল্যান্ড ম্যাচ জিতল ৮৬ রানে। তিন ম্যাচের সিরিজে কিউইদের লিড এখন ১-০। সিরিজে সমতা আনতে হলে ২৬ সেপ্টেম্বর তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ বাতিল হয়েছিল।

মিরপুরে টসে জিতে নিউজিল্যান্ড ৪৯.২ ওভারে তুলেছিল ২৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন মিডলঅর্ডার ব্যাটার টম ব্যান্ডেল। ৬৬ বলে তার ৬৮ রানের ইনিংস নিউজিল্যান্ডকে শুরুর বড় বিপদ থেকে উদ্ধার করে। মিডলঅর্ডারে ব্যান্ডেলকে ব্যাট হাতে সঙ্গ দেন হেনরি নিকেলাস। তার ব্যাটে রান আসে ৪৯।

তবে নিউজিল্যান্ডের শেষের সারির ব্যাটাররা এই ম্যাচে দলকে অনেক এগিয়ে দেন। শেষের ১০ ওভারে নিউজিল্যান্ড ৬৫ রান যোগ করে। বাংলাদেশের বোলাদের মধ্যে তিনটি করে উইকেট পান পেসার খালেদ আহমেদ ও স্পিনার মাহেদি হাসান।

মিরপুরের এই উইকেটে ২৫৪ রান নেহাত মামুলি সঞ্চয় নয়। বাংলাদেশের ইনিংসের শুরুটাও ছিল নিউজিল্যান্ডের মতোই ভাঙাচোরা। লিটন, তানজিদ হাসান ও সৌম্য সরকার ব্যাট হাতে ব্যর্থ। এর মধ্যে সৌম্য সরকার তো রানের খাতাই খুলতে পারেননি। শুরুর ধাক্কা সামনে তামিমের ব্যাটে আশায় ছিল বাংলাদেশ। কিন্তু তামিম, মাহমুদউল্লাহ কেউ ম্যাচ জেতানোর মতো কোনো কিছু করতে পারেননি। তবে দুজনের চল্লিশের ঘরের স্কোর তাদের এবং নির্বাচকদের অন্তত স্বস্তি দিয়েছে।

এই ম্যাচ থেকে সেটাই আপাতত বাংলাদেশের অর্জন।

আর নিউজিল্যান্ডের অর্জনের নাম স্পিনার ইস্ সোধির দারুণ পারফরম্যান্স। ক্যারিয়ার সেরা বোলিং করলেন তিনি এই ম্যাচে। ১০ ওভারে ১ মেডেনসহ ৩৯ রানে ৬ উইকেট। বিশ্বকাপের আগেভাগে বড় আত্মবিশ্বাস পেয়ে গেলেন এই ম্যাচের সেরা ক্রিকেটার সোধি।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas