রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের কমিটি গঠন

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ “এই স্লোগানকে সামনে রেখে কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশন আলোচনা সভায় সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নেতৃত্বের পুর্ণগঠন করা হয়েছে। কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশন ২০২৩-২৪ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।সভাপতি হিসেবে মোঃ তানজিল মাহমুদ সিকদার এবং সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন নির্বাচিত হয়।

কমিটিত সিনিঃ সহ সভাপতি, মোঃ হুমায়ূন সিকদার, সহ সভাপতি, রাকিবুল ইসলাম মাসুম, সহ সভাপতি, ওসমান সিকদার, সহ সভাপতি মাসুদ সিকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ তালিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, আহমেদ সোহান, হেজবুল বাহার অর্থ সম্পাদক, রাইসুল সিকদার, সহ অর্থ সম্পাদক, সুমন সিকদার, দপ্তর সম্পাদক, সজল সিকদার।

শনিবার কুয়াকাটা হোটেল সি কুইন মিলনায়তনে কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের উপদেষ্টা ও খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার শিক্ষক মাওঃ মোঃ ফোরকানুল ইসলাম। কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের উপদেষ্টা হেমায়েত উদ্দিন সিকদার বলেন, যেহেতু এটি একটি সামাজিক সংগঠন সেহেতু এখানে পদ নয় কাজই মুখ্য বিষয়। সামাজিক সংগঠনে বিভিন্ন দল,মত ও আদর্শের লোক থাকবে, কিন্তু আমাদের উদ্দ্যশ্য হবে এক। তাই সবাইকে মিলে মিশে একসাথে কাজ করার আহবান জানান। আমাদের উদ্দেশ্য ব্যক্তি সম্মান অর্জন না হয়ে, হোক স্রষ্টার সন্তুষ্টি অর্জন। স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের চেষ্টা যেন সর্বোচ্চ এবং আন্তরিকতার সাথে হয়।

কমিটি ঘোষনার পর নব নির্বাচিত সভাপতি মোঃ তানজিল মাহমুদ সিকদার তার শুভেচ্ছা বক্তব্যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, মানবতার সেবার কাজে দায়িত্বপ্রাপ্ত সবার যোগ্যতা যেন আরো বৃদ্ধি করেন আল্লাহর কাছে সে প্রার্থনা করেন। কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas