রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় চুরি রোধে ব্যবসায়ীদের সমাবেশ

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে হঠাৎ চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতেই কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বসতবাড়িতে চুরি হচ্ছে। ঘটছে চুরি যাওয়া মালামাল ফেরত দেয়ার মতো ঘটনা। কিন্তু স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ার কারনে চোর সদস্যদের কিছুই করতে পারছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ীসহ স্থানীয়রা। এ অবস্থায় অত্যান্ত হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। তাই চোরদের শাস্তির দাবী ও চুরি ঠেকাতে রবিবার শেষ বিকেলে বানাতি বাজারের টল ঘরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক ব্যবসায়িরা তাদের দোকানপাট বন্ধ করে এতে অংশ গ্রহন করে। সমাবেশে সভাপতিত্ব করেন লালুয়া বাজার কমিটির সভাপতি মো. রুবেল হাওলাদার। এতে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. তারিকুল ইসলাম খাঁন, সিনিয়র সহ-সভাপতি মো. কাশেম হাওলাদার, সাধারন সম্পাদক ফোরকান প্যাদা, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শান্তি ফকির, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হক মৃধা, বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মো.বেল্লাল ও ব্যবসায়ী মো. মিজানুর রহমান প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিব হাওলাদার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. হান্নান হাওলাদার ও টিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল মোল্লা উপস্থিত ছিলেন। এসময় লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অংগসংগঠন, বানাতি বাজার ব্যবসায়ী কমিটি’র সদস্যবৃন্দ, বাজার ব্যবসায়ীগন, সাধারন জনতা ও গনমাধ্যম কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বানাতি বাজার ব্যবসায়ী কমিটি’র সাধারন সম্পাদক মো. সুমন ফকির। এসময় বক্তারা চুরি রোধে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, ইতিমধ্যেই এ বাজারের বসত বাড়িসহ প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে বলে ব্যবসায়িরা জানান।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas