রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় শান্তি মাতার ২০৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রেলী

নয়নাভিরাম গাইন, কলাপাড়া >>

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সহধর্মিনী জগৎ জননী দেবী শান্তি মাতার ২০৪ তম জন্ম জয়ন্তী উৎসব পালিত হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলা ৭ ই আশ্বিন উপজেলার মহিপুরের মনোহরপুরের সার্বজনীন শ্রী শ্রী হরি গুরু প্রফুল্ল চাঁদ বকুল মাতা শেবাশ্রম এ উৎসব আয়োজন করে। এ উপলক্ষে সোমবার বিকেল ৩ টায় একটি রেলী বের করাহয়। রেলীটি মন্দীর প্রাঙ্গণ হতে শুরুকরে ঢাকা কুয়াকাটা মহাসড়ক ধরে শেখজামাল সেতু হয়ে প্রায় পাচঁ কিলোমিটার পথ অতিক্রম করে। এতে নারী পুরুষ ও শিশু মিলে প্রায় দুই শতাধিক ভক্তদের অংশগ্রহণ করে। এরপর বিকেল ৫ টায় মঙ্গল ঘট স্থাপন,৫:৩০ মি প্রদীপ প্রজ্বলন ও ডঙ্কা কাশিতে হরিনাম কির্তন, সন্ধ্যা ৭ টায় হরিলীলামৃত পাঠ,রাত ৮ টায় উদ্বোধনী সংগীত, রাত ৯ টায় ছোটদের প্রতিযোগিতা মুলক সাংস্কৃতিক অনুষ্ঠান,১০ টায় ধর্মীয় আলোচনা সভা,১০:৩০ মি: দক্ষিণ বঙ্গের স্বনামধন্য কবিয়াল উজ্জ্বল সরকার ও মিল্টন সরকারের যৌথ প্রযোজনায় রাত ব্যাপী পরিবেশিত হবে কবিগান।তাই সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে মন্দীর পরিচালনা কমিটি। রাতে উপস্থিত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যাবস্থা রয়েছে।

উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের পুজনীয় হরিচাঁদ ঠাকুরের সহধর্মিণী জগৎজননী দেবী শান্তি মাতা ২০৪ বছর আগে গোপালগঞ্জের জিকাবাড়িতে জন্মগ্রহণ করেন ।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas