রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

আমরা কলাপাড়াবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজমুস সাকিব, কলাপাড়া >>

শিক্ষার্থীদের একঘেয়েমিতা দূর করতে ও শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ঘটাতে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা বনাম বড় সিকদার বাড়ি স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ২ দল সমতা থাকায় ট্রাইবেকারের মাধ্যমে ২ গোলে ১ এগিয়ে থেকে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা চ্যাম্পিয়ান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লা লিয়াকত আলী, অধক্ষ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, মোঃ মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) কলাপাড়া থানা।মোঃ হুমায়ুন কবির সভাপতি কলাপাড়া প্রেসক্লাব, মো: মাইনুল ইসলাম, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ কলাপাড়া পটুয়াখালী, মো: মেজবাহ উদ্দিন মান্নু, সংগঠক ওয়াটারকিপার্স বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: নজরুল ইসলাম, সভাপতি আমরা কলাপাড়াবাসী।

আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা কলাপাড়াবাসী কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। পড়াশোনার পাশাপাশি সহঃশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মনস্তাত্তিক বিকাশে সহায়তা করে। ফুটবল টুর্নামেন্টটি সকল শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনে সহায়তা করেছে। যা একটি সুন্দর শিক্ষার পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি এরকম শিখামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas