রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

পর্যটকদের প্রচারণায় মুখরিত কুয়াকাটা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

বিশ্ব পর্যটন দিবস ও ঈদে মিলাদুন্নবীসহ সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। পর্যটন কেন্দ্রগুলোতে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ। গতকাল বুধবার বিকাল থেকে কুয়াকাটায় এ সকল পর্যটকের আগমন ঘটে।

পর্যটকদের বিনোদন দিতে সৈকতের ট্যুরিজম পার্কসংলগ্ন এলাকায় আয়োজন করা হয়েছে পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর এ অনুষ্ঠান চলবে আগামী শুক্রবার পর্যন্ত এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে আগত পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কুয়াকাটার সৈকত।

আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন। কেউবা আবার প্রিয়জনদের সঙ্গে তুলছেন সেলফি। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সাগরের গর্জন। মোটকথা সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। বাড়তি পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

হোটেল-মোটেলগুলোতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়ের ঘোষণার পরই বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল-মোটেল।

কুয়াকাটার ট্যুরিস্ট স্পটগু লেম্বুর চর, শুঁটকি পল্লী, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, তিন নদীর মোহনা ও লাল কাকড়ার চড়েও রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুমের সাধারণ সম্পাদক মো. হোসাইন আমির বলেন, তিন দিনের কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকবে নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কুয়াকাটা শিল্পীগোষ্ঠীসহ দেশের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করবেন।

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহআলম হাওলাদার জানান, পর্যটন দিবস ও তিন দিনের সরকারি ছুটিতে হোটেল বুকিংয়ে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। আশা করছি লক্ষাধিকের চেয়েও বেশি পর্যটকের আগমন ঘটবে।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বিশ্ব পর্যটন দিবস ও সরকারি ছুটি উপলক্ষে আগত পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, আগত সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে পুলিশ মোতায়েন থাকবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas