রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পূর্বাহ্ন
“বেশি করে গাছ লাগাই দুর্যোগে ঝুকি, কমাই” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে’র উদ্যোগে মহিপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরের মহিপুর সদর ইউপির সংস্থার নির্ধারিত এলাকা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ এবং গ্রামীন ব্যাংক সংলগ্ন রাস্তায়, আকাশমনি, রেন্টি, চাম্বলসহ এই তিন প্রজাতির ১২২০ টি গাছ রোপন করেন।
বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ কলিম মাহমুদ, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, সংস্থাটির প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, প্রকল্প ব্যবস্থাপক সিলভেস্টার মাইকেল মধু, বিধান বিশ্বাস, তুষার বারুই প্রমুখ।
প্রোগ্রাম অফিসার পায়েল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু, তাই পরিবেশ বাঁচাতে বেশি বেশি গাছ লাগানো উচিত।