সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন
মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে,জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শুক্রবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জন্ম মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি”এই প্রতিপদ্য নিয়ে একটি র্যালি বের হয়, র্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালোর সঞ্চালনায়,উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,থানার অফিসার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম,বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, বালিদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাখারুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী, সাংবাদিক তরুণ কুমার গুহ প্রমূখ।সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব,উদ্যোক্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।