রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

ঝালকাঠিতে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

ঝালকাঠির নলছিটিতে রুবেল গাজী (২২) নামের এক যুবককে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠির নলছিটি দপদপিয়া কাঠেরঘর এলাকার বরিশাল কুয়াকাটা সড়কে শুক্রবার সকাল ১০টায় শুরু করে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। অবরোধ কালে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

মানববন্ধনে নিহতের বাবা জসীম গাজী জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কয়া এলাকায় স্থানীয় প্রতিপক্ষ অহিদুল ইসলাম মৃধা ও রফিক মৃধা, সোহেল মাঝি, সাইদুল ফকির, সালাম ফকিরসহ ১৭-১৮ জন মিলে রুবেল গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। রাতে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিহতর স্বজনদের কান্নায় বাতাস ভাড়ি হয়ে যায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন,  সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সঠিক বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas