রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদী

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদী। আজ শুক্রবার অসলোর নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। ইরানের জাঞ্জানে জন্মগ্রহণকারী নার্গেস মোহাম্মদী মানবাধিকার কেন্দ্রের (ডিএইচআরসি) উপ-পরিচালক এবং মুখপাত্র। তিনি বর্তমানে মানবাধিকারের পক্ষে লড়াই করার জন্য কারাগারে রয়েছেন। মোহাম্মদীকে একাধিকবার কারারুদ্ধ করা হয়েছে। বিভিন্ন সময় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল। এর মধ্যে ২৫৯ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠান ছিল।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas