রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

শাকিব খানের বলিউড নায়িকা সোনাল চৌহান

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

ঢালিউডের কিং শাকিব খান। তাকে নিয়ে ‘দরদ’ সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। এতে তার বিপরীতে বলিউডের অনেক নায়িকার নাম শোনা গেলেও অবশেষে সিনেমাটিতে তার বিপরীতে চূড়ান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যিনি প্রভাস অভিনীত ‘আদি পুরুষ’ সিনেমাতে ছিলেন।

এই অভিনেত্রী সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত থাকছেন ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

‘দরদ’ সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু মালায়লাম এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে।

এর আগে পরিচালক অনন্য মামুন ‘নবাব এলএলবি’ নামের সিনেমা শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন। দরদ নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না নির্মাতা। তবে সূত্র জানাচ্ছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে।

২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সোনালের। এরপর তেলুগু, কন্নড় ও তামিল ভাষার বেশকিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas