Sujan Mridha
- ৭ অক্টোবর, ২০২৩ / ২৪১ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ গৃহহীন ১২৯ পরিবারের পুর্নবাসেনর দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিশ্বাস, কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজা ও লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেকুজ্জামান খান সহ ক্ষতিগ্রস্থ পরিবাবের সদস্যরা।
বক্তারা বলেন, কিছু অসাধু সরকারী কর্মকর্তাদের কারনে ১২৯ পরিবার জমির ক্ষতিরপূরন পেলেও তারা পূর্নবাসনের ঘর পায়নি। তাই তারা এসব ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের দাবি জানান।