রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় শ্রমিকরা।  বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাখিমারা পাট গবেষণা উপকেন্দ্রের সামনে মঙ্গলবার সকাল ১০টায় অর্ধশতাধিক শ্রমিকসহ স্থানীয় মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, লিটন হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মো. কুদ্দুস সিকদার প্রমুখ। বক্তারা স্থানীয় শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়ার পাশাপাশি বহিরাগতদের নিয়োগ বাতিলের দাবি জানান।

পাঠ গবেষণা ইনস্টিটিউট পাখিমারা উপ-কেন্দ্রের চলতি দায়িত্বে থাকা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার জানান, বর্তমানে নতুন দুই জন শ্রমিক উর্ধতন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন, এ বিষয় তার কিছুই করার নেই। নিয়োগ প্রক্রিয়ায় তার কোন হস্তক্ষেপের সুযোগ নেই।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas