Sujan Mridha
- ১১ অক্টোবর, ২০২৩ / ২৮৩ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাশ রুমের পেছনে গাছের ওপর বজ্রপাতের তীব্র শব্দে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরা খিচুনি দিয়ে অচেতন হয়ে যায়। বুধবার দুপুরের এই বজ্রপাতের ঘটনায় অসুস্থ ছয় শিক্ষার্থীকে বেলা আড়াইটার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে, ৬ষ্ঠ শ্রেণির কারীমা (১৩), আয়বী (১২), জুইমনি (১১), উম্মে হানি (১১), তহুরা (১৩), তামিমা (১২)। শিক্ষার্থীরা জানায় তারা তীব্র শব্দের পাশাপাশি আগুনের হলকার মতো দেখতে পায়। আর কিছুই বলতে পারেনি।
বিদ্যালয় প্রধান শিক্ষক আলাউদ্দিন খান জানান, ক্লাশ চলার সময়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় স্কুল ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আহতদের অভিভাবকদের খবর দেয়া হয়। অসুস্থদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, এরা মূলত আতঙ্কিত হয়ে পড়েছিল। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছে।