রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

২২ দিনের মৎস্য অবরোধ সফল করতে জেলেদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী জেলা প্রশাসন। বুধবার শেষ বিকেলে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সম্পর্কে জেলেদের সচেতন করতে সভার আয়োজন করে কলাপাড়া উপজেলা প্রশাসন।  সভায় মহিপুর -আলীপুরের দুই শতাধিক মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অংশ গ্রহণ করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম.রাকিবুল আহসান, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক আকন্দ, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দিন,  আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শাকিল আহমেদ প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চলনা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

সভায় বক্তারা মৎস্য ব্যবসায়ী ও জেলেদের ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২দিন সমুদ্র ও নদী মোহনায় মাছ ধরা বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas